VFS. Global ।। Italy Visa Application Centre

 

ছবিতে VFS. Global ।। Italy Visa Application Centre লিখা আছে। ওয়েটিং থেকে সরলীকরণ-ঢাকা বিশ্ববিদ্যালয় টিমের ক্লিক।


সিলেট থেকে যদি আপনাকে সরাসরি আসতে না হয়, স্লীপটা পাঠিয়ে দিলেই সরলীকরণ টিম প্রতিনিধি হিসেবে ফাইলটা রিসিভ করে সিলেট কুরিয়ার করে দেয়, এটা বেটার না?


ইফিশিয়েন্ট এবং কস্ট সেভিং। কস্ট সেভিং বলতে কেবল আর্থিক ব্যাপার না, ফিজিক্যাল, টাইম, সাইকোলজিক্যাল ব্যাপারটাও আছে। 


ঢাবির প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের অনেকেরই দূর দূরান্তের প্রয়োজন পড়ে যেখানে নিজের উপস্থিত থাকা কঠিন, যেখানে পরিচিত বিশ্বস্ত কেউ থাকলে সহজেই সলিউশন হয়ে যায়।


সরলীকরণ-Sorolikoron ইনিশিয়েটিভের মূল দুটি উদ্দেশ্যের প্রথমটি হলো, লোকেশন জনিত এই সমস্যার সমাধান। আপনার যেখানে ২,০০০ টাকা খরচ পড়বে সাথে আসা যাওয়া, সময় সেখানে ৫০০ টাকা অনারিয়াম দিয়েই বিশ্বস্ত আন্তরিকতা দিয়ে সলভ করবে এমন কারো সাপোর্ট নিতে পারছেন।


দ্বিতীয়ত, স্টুডেন্ট এমপাওয়ারমেন্ট। আপনার দেয়া অনারিয়ামটা তো আরেকদিকের আর্নিং। একই সাথে এক্সপেরিয়েন্স, কমিউনিকেশন, টিম ওয়ার্ক এসবও। 


আমার কাছে মনে হয় এটা মোস্ট ইফিশিয়েন্ট ওয়ে। যদি ট্রাস্ট মেইনটেইন করা হয়। 


আমাদের ঢাবি টিম গত ২ বছর যাবত তা করে আসছে। অন্যান্য ক্যাম্পাসেও মোটামুটিরকম হচ্ছে... 


বিস্তারিত আমাদের সোশাল মিডিয়া গুলো ভিজিট বা ইনবক্স করলেও জানতে পারেন।