সরলীকরণ ঢাবি টিম এবার নিয়ে আসছে ফ্রেশার্সদের জন্য ইন্টার্নশীপ সুযোগ!! গতানুগতিক ইটার্নশিপ সিস্টেমের বাহিরে এটি বিশেষ একটি প্রোগ্রাম।
বর্তমান সময়ে খুব বেশি প্রাসঙ্গিক হচ্ছে সফট স্কীলগুলো। AI, Basic PowerPoint, Word, Excel, Graphics Design, Coding, Video Editing, Copyrighting ইত্যাদি ছাড়া কল্পনাই করা যায় না। চীনে তো AI শেখা বাচ্চাদের জন্যই বাধ্যতামূলক।
গ্রাফিক্স ডিজাইনার বা ডিজাইনিং-এর (ভিজুয়ালাইজেশনে) নূন্যতম প্রাথমিক ধারণা কম্পিটিটিভ চাকুরির বাজারে আপনাকে এক্সট্রা বেনিফিট দিবে নিঃসন্দেহে। ঢাবি টিম থেকে কিছুদিন পূর্বে বেসিক এক্সেলে ফ্রি সেশন কন্ডাক্ট করেছে। তা ম্যাস পিপলের জন্য ছিল। এবার বেসিক ডিজাইনিং অংশটা।
এটি মূলত ১ম, ২য়, এবং ৩য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যে। বিস্তারিত অফিশিয়াল সরলীকরণ-Sorolikoron' কমিউনিটি তে আপডেট দেয়া হবে।
উদ্দেশ্য: ডিজাইনিং এ ধারণা নেই, মোটামুটি ধারণা আছে, টুকটাক কাজ পারি এই সব অবস্থায় সাধারণত সমস্যা হচ্ছে, ইম্প্রুভমেন্ট করতে চেয়েও ইম্প্রুভমেন্ট হচ্ছে না। কারণ কেউ আপনাকে তাড়া দিচ্ছে না বা আপনার ইম্প্রুভমেন্ট সুপারভাইজ করছে না, যথাযথ ফিডব্যাকের অভাবে নিজের অবস্থান আইডেন্টিফাই করা যাচ্ছে না। যার জন্য আপনি মোটিভেশান ধরে রাখতে পারছেন না। অনেকটা সুপারভাইজারের অভাব বলা যায়।
সরলীকরণ এই জায়য়গায় খুব অল্প সংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দিবে সরলীকরণের ডিজাইন টিমে কানেক্ট হওয়ার। আবারো বলছি, আমাদের এই প্রোগ্রাম এক্সপার্টদের জন্য নয়। ফ্রেশারসদের জন্য। যারা সিলেক্টেড হবেন তাদের জন্য যা থাকছেঃ
১। সফট স্কীল গ্রো করা
২। নিয়মিত দিকনির্দেশনা এবং ফিডব্যাক পাওয়া
৩। সরলীকরণের রিপ্রেজেনটেটিভ টিমে এ্যাড হওয়ার সুযোগ
৪। নির্দিষ্ট সময় শেষে সার্টিফিকেট এবং ক্রেস্ট
৫। ব্যক্তিগত সিভি এনরিচমেন্ট এবং সরলীকরণ থেকে রেকমেন্ডেশন লেটার
৬। টিমওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং রিয়েল অর্গানাইজেশনাল এক্সপেরিয়েন্স
সময়সীমা : ৩-৫ মাস। (Non Paid)
আগ্রহীরা ইমেইল এবং সরলীকরণ-Sorolikoron ফেইসবুক পেইজে সিভি পাঠাতে পারবেন। ১ম ব্যাচ চলতি আগস্টেই শুরু হবে।
বি.দ্র: প্রাথমিক টিমে কেউ সিলেক্টেড হওয়ার পর অবশিষ্টদের ক্রমান্বয়ে ওয়েটিং লিস্ট থেকে রিপ্লেস করা হবে।