অস্ট্রেলিয়া থেকে ঢাকা-সাভারে প্রতিনিধি সেবা গ্রহণ।


 অস্ট্রেলিয়া আর ঢাকার সময় ব্যবধান কত? এই সার্ভিসের পেমেন্ট ছিল ১৬০০ টাকা। সকাল ৯:০০টা থেকে বিকেল ৩/৪ টা পর্যন্ত সময় চলে গিয়েছে একজনের! জ্যামের শহর!


ব্যাপারটা হলো সরলীকরণে এর আগেও তানজীম ভাই (ছদ্মনাম) একাধিকবার যোগাযোগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনার ডিপার্ট্মেন্টে প্রয়োজন ছিল কাউকে পাঠানোর জন্য। 


এবার জানালেন ক্যাম্পাসের বাহিরের প্রয়োজন। উত্তরা ১১ নং সেক্টরে উনার একটা পার্সেল আছে। 


সাভারের ব্যাংক কলোনিতেও আরেকটা পার্সেল। সাভার থেকে মিরপুর স্পেশালাইজড হাসপাতাল ১৫-২০ কিলো আনুমানিক। উত্তরা থেকেও ১৩ কিলোমিটার প্রায়। 


একই দিনে এই দুই লোকেশন থেকে প্যাকেটগুলো মিরপুরে পৌঁছাতে হবে। কুরিয়ারে পসিবল না কেননা পার্সেল খুবই সেনসিটিভ। কুরিয়ার ওই জিনিসপত্রের নিরাপত্তা দিবে না, শতশত প্যাকেট/বস্তার মাঝে ফেলে দিবে।


ইন পারসন এগুলো ক্যারি করতে হবে। বাসায় সেরকম কেউ নেই যে এতদূরে গিয়ে আবার আনবে। সরলীকরণ যেহেতু এই জায়গায় প্রতিনিধি সাপোর্ট দেয় তাই আমাদের কল দেয়া অস্ট্রেলিয়া থেকে। 


উনি যেসব শর্ত দিলেন; 

১। দিনের নির্দিষ্ট সময়ে উভয় লোকেশন থেকে রিসিভ করতে হবে।

২। পার্সেল যেন সাবধানে ক্যারি করা হয়। 

৩। সেনসিটিভ জিনিসপত্র, মাথায় রাখতে হবে।

৪। রিসিভ করার আগে জানিয়ে যেতে হবে, যেন পর্যাপ্ত সময় পায়!


[বি.দ্র: এরকম পার্সেলে তো অবৈধ জিনিসপত্রও থাকতে পারে! সেক্ষেত্রে সরলীকরণ কিভাবে ভেরিফাই করে? 


-সরলীকরণ আপনাকে ক্লায়েন্ট হিসেবে দেখে, আপনার বিশ্বস্ত প্রতিনিধি হতে গিয়ে আপনাকেও বিশ্বাসের যায়গায় যথেষ্ট ইনফরমেশন শেয়ার করতে হবে। সন্দেহজনক হলে এবং আমাদের নিজস্ব ভেরিফিকেশনে ধরা পড়লে আপনার রিকুয়েষ্ট রাখা হবে না।]


জয়েন (অফিশিয়াল): সরলীকরণ-Sorolikoron' কমিউনিটি 


#sorolikoron #DhakaUniversity #Dhaka #australia